পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মালিগাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাবনা থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাকের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা ও ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে শিশুসহ সাতজন আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ও আহতের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে বলে জানান সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে এসআই জিয়াকে ফোর্সসহ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত রয়েছেন আরও তিনজন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments