× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

যশোরে চালককে গলা কেটে হত্যার পর ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৯ নভেম্বর) রাতে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালকের নাম আব্দুল্লাহ (২২)। তিনি যশোর সদর উপজেলার সুলতানপুর উত্তরপাড়ার মোজাদুল জামানের ছেলে। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে আব্দুল্লাহর ভাই শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘুরুলিয়া মাঠে এসে আব্দুল্লাহর গলা কাটা মরদেহ শনাক্ত করি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। আব্দুল্লাহ ইজিবাইকে যাত্রী নিয়ে ঘুরুলিয়া থেকে শহরে যাতায়াত করত। রাতে যাত্রী নিয়ে ঘুরুলিয়া ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইক নিয়ে চলে গেছে। যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার জানান, হত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments