পাবনায় সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম (৪০) নিহত হয়েছেন।
এ ঘটনায় গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে সকালে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ও ইয়াসিন আলমের সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকের আবু সাঈদ খান সমর্থকদের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১৫ জন।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলমসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইয়াসিন আলমের মৃত্যু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments