ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় পথচারীর মৃত্যু
ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় ফজলু শেখ (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়ার মুলাডুলি রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ফজলু মুলাডুলি মধ্যপাড়া এলাকার মৃত আবুল হোসেন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুলাডুলি রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় স্থানীয় রশিদ গ্রুপের কাভার্ডভ্যানটি
পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পথচারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলেও জানায় হাইওয়ে পুলিশ। কাভার্ডভ্যানটি কিশোর বয়সী এক চালক চালাচ্ছিলেন বলে জানা যায়।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments