নবজাতকের মরদেহ লাল কাপড়ে মোড়ানো
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশীদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঢামেক হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডে আসি। সেখানে বারান্দা থেকে লাল কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করি।
তার বয়স আনুমানিক একদিন, সদ্য নাড়ি কাটা দেখা যাচ্ছে। নাড়িতে এখনও ক্লিপ লাগানো রয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নবজাতককে কে বা কারা ফেলে গেছেন তা সিসি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments