বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হলেন সেবিকা রানী।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হলেন সেবিকা রানী। ৯ জন সাংবাদিকসহ ১৪ জনকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে। প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী তাদের দুই বছরের জন্য সদস্য মনোনীত করা হয়। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, বার কাউন্সিলের সদস্য এইচ এ এম জহিরুল ইসলাম খান (জেড আই খান পান্না), সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান ও মো. শফিউল ইসলামকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
মনোনীত সদস্যদের মধ্যে ৯ সাংবাদিক হলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক মুস্তাফিজ শফি, দৈনিক বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক প্রভাতের সম্পাদকমণ্ডলীর সভাপতি মুজাফফর হোসেন পল্টু, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন আহমেদ, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য ড. উৎপল কুমার সরকার ও দফতর সম্পাদক সেবিকা রানী।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments