× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীর দাশুড়িয়াতে বিডি ক্রিয়েশনের বণার্ঢ্য বনভোজন অনুষ্ঠিত

বাংলাদেশের হস্তশিল্পের অন্যতম প্রতিষ্ঠান বিডি ক্রিয়েশনের বণার্ঢ্য বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর শুক্রবার প্রতিষ্ঠানের ঈশ্বরদী ফ্যাক্টরী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশীদপুরে এই বনভোজন অনুষ্ঠিত হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠিত এই বনভোজনের মধ্যে ছিল সকালে শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে বিভিন্ন ইভেন্টে খেলা। দুপুরে মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের এককাতারে মধ্যাহ্ন ভোজ এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রতে প্রতিষ্ঠানের কর্মকর্তা মিজানুর রহমান প্রথম পুরষ্কারি একটি ১২৫ সিসি মোটর সাইকেল বিজয়ী হন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মো: বেলাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ পিয়াস, জর্জ আ: কুদ্দুসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ পিয়াস বলেন, মালিক ও শ্রমিকের আনন্দঘন পরিবেশে কাজ করতে ও একঘেয়েমি থেকে মুক্তি পেতে প্রতিষ্ঠানটি প্রতিবছর বনভোজনের আয়োজন করে। মাত্র ২০ টি মেশিন দিয়ে শুরু করা এই ফ্যাক্টরীতে এখন প্রায় ৯০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করে। আগামীতে কর্মপরিধি আরও বাড়বে বলে জানান তিনি। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments