× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



জানাজা পড়া হলো না

নিকটাত্মীয়ের জানাজা পড়তে যাওয়ার পথে মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের পাঁজাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সদর উপজেলার চাঁনপুর গ্রামের সবদুল মোল্যার ছেলে গোলাম নবী (৬২) এবং কাদের বিশ্বাসের ছেলে বাবর আলি বিশ্বাস (৬০)। নিহতের স্বজনরা জানান, নিহত গোলাম নবী ফরিদপুরের কামারখালী তার ছেলের শ্বশুরের মৃত্যু সংবাদ শুনে জানাজা পড়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। অপরদিকে বাবর আলি বিশ্বাস তার ভাইয়ের শ্বশুরের মৃত্যু সংবাদ শুনে শহরের পারলা গ্রামে যাচ্ছিলেন। কিন্তু পথেই সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। শালিখার গঙ্গারামপুর থেকে ছেড়ে আসা মাগুরামুখী নয়ন পরিবহণের একটি যাত্রীবাহী বাস নড়াইল-মাগুরা সড়কের পাঁজাখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস। মাগুরা সদর থানার ওসি মনজুরুল আলম জানান, বাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments