ঈশ্বরদীতে বাড়ছে শীত, কমছে তাপমাত্রা
উত্তরের হিমেল বাতাসের পাশাপাশি শৈত্যপ্রবাহ বইতে শুরু করায় ঈশ্বরদীতে শীতের তীব্রতা বাড়ছে এবং কমছে তাপমাত্রা। সোমবার সকাল ৯টায় ঈশ্বরদী উপজেলায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা রোববার ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, সোমবার থেকে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঈশ্বরদী উপজেলায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বর্তমানে ঈশ্বরদীতে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা। ফলে উত্তরের হিমেল হাওয়ার পাশাপাশি কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঈশ্বরদীর হতদরিদ্র মানুষ কষ্টের মধ্যে পড়েছেন। বেড়ে চলছে সর্দি, কাশি ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শীতের তীব্রতার কারণে অনেকে বাড়ির বের হতে পারছে না। এমন শীত চলতে থাকলে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারে বলে আশঙকা করছেন উপজেলার শিশুরোগ বিশেষজ্ঞরা।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments