পাবনা জেলা পুলিশের পুরস্কার পেলেন যারা
প্রতিমাসেই গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরষ্কার দেওয়া হয়। জেলা পুলিশ কতৃর্ক এই পুরষ্কার দেওয়া হয়। নভেম্বর মাসে যারা পুরষ্কার পেলেন তাদের তথ্য জেলা পুলিশ সুপারের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে হুবহু নিচে দেওয়া হলো
জনাব মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার, ঈশ্বরদী সার্কেল, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে ইউনিয়ন চেয়ারম্যান চুরি যাওয়া শটগান ও গুলি উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধারের সার্বিক তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ।
শ্রেষ্ঠ সার্কেল অফিসার জনাব সজীব শাহরীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, চাটমোহর সার্কেল, পাবনা।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, চাটমোহর থানা, পাবনা।
জনাব জনাব মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নি.), পাকশী পুলিশ ফাঁড়ি, ঈশ্বরদী থানা, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে, 100 গ্রাম হেরোইন উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি করতঃ আইন-শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ।
জনাব মোঃ হাফিজুর রহমান,পুলিশ পরিদর্শক (নি.), আরওআই, রিজার্ভ অফিস, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে, মাননীয় ডিআইজি মহোদয়ের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন এবং কনস্টেবল রিক্রুটমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য।
জনাব মো. আল মামুনুর রশীদ, এসআই (নি.), আরও, রিজার্ভ অফিস, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে, মাননীয় ডিআইজি মহোদয়ের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন এবং কনস্টেবল রিক্রুটমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য।
শ্রেষ্ঠ এসআই(নি.), জনাব সাগর কুমার সাহা, এসআই (নি.), জেলা গোয়েন্দা শাখা, পাবনা।
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার জনাব মোঃ আমিরুল ইসলাম, টিএসআই, সদর ট্রাফিক, পাবনা।
শ্রেষ্ঠ এএসআই(নি.), জনাব মোঃ নুর আলম, এএসআই (নি.), পাবনা সদর থানা, পাবনা।
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার জনাব মোঃ মোস্তাফিজার রহমান, এএসআই(নিঃ), চাটমোহর থানা, পাবনা।
শ্রেষ্ঠ ডিএসবি অফিসার, জনাব মোজাফফার হোসেন, এএসআই(নি.), ডিএসবি, পাবনা।
জনাব সাজ্জাদ আলী, এএসআই (নি.), রিজার্ভ অফিস, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে, মাননীয় ডিআইজি মহোদয়ের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন এবং কনস্টেবল রিক্রুটমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য।
শ্রেষ্ঠ কনস্টেবল জনাব মোঃ আনোয়ার হোসাইন, কনস্টেবল/১১৩২, জেলা গোয়েন্দা শাখা, পাবনা।
জনাব মোঃ মাহফুজুর রহমান, কনস্টেবল/884, জেলা বিশেষ শাখা, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে কনস্টেবল রিক্রুটমেন্ট সংক্রান্তে প্রতারক চক্রকে সনাক্ত এবং গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments