ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় অটোভ্যানের যাত্রী নিহত
ঈশ্বরদীতে ইঞ্জিনচালিত পাওয়ার ট্রলির ধাক্কায় আকতার আলী বিশ্বাস (৭০) নামে অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার রাতে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার জয়নগর বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আকতার আলী বিশ্বাস ছলিমপুরের চর-মিরকামারী গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল একটি পাওয়ার ট্রলি। ট্রলিটি জয়নগর বোর্ডঘর এলাকায় একটি তেলপাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটির চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় পাকশীর রূপপুরের দিক থেকে আসা আরেকটি অটোভ্যান এসে ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে ওই যাত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, ‘নিহত যাত্রীর স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের লোকজনকে হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা নথিভুক্ত হয়েছে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments