× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



যেভাবে পাবেন বুস্টার ডোজ

রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার মহাখালীর বিসিপিএসে শুরু হওয়া বুস্টার ডোজ কার্যক্রমে টিকা নিচ্ছেন সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা মাহমুদ হোসেন প্রাথমিকভাবে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানা গেছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে বিশ্বব্যাপী বুস্টার ডোজ নেওয়ার ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রবিবার (১৯ ডিসেম্বর) থেকে দেশব্যাপী ষাটোর্ধ্ব ও সম্মুখসারীর কর্মীদের বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে সরকার। এদিন বেলা ১২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মধ্য দিয়ে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে বুস্টার ডোজ টিকার কার্যক্রম শুরু হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হকও বুস্টার ডোজ নেন। কীভাবে পাবেন কোভিডের বুস্টার ডোজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে সম্মুখসারির ব্যক্তিদের (চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তি) বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে অন্যরাও বুস্টার ডোজ পাবেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, যারা কোভিড টিকার দুই ডোজ নিয়েছে, তারা ধাপে ধাপে বুস্টার ডোজ পাবেন। এজন্য তাদের আর সুরক্ষা অ্যাপে নিবন্ধনের প্রয়োজন পড়বে না। সুরক্ষা অ্যাপে যারা দুই ডোজ টিকা নিয়েছে, সব তথ্য রয়েছে। টিকাগ্রহীতাদের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বরও রয়েছে সরকারের কাছে। এ ক্ষেত্রে যারা বুস্টার ডোজ পাবে, তাদের কোথায় কবে আসতে হবে, সেটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এদিকে, প্রাথমিকভাবে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে, শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। সামনের মাসে আরও দুই কোটি টিকা আসার কথা রয়েছে। প্রসঙ্গত, দেশের প্রায় সাত কোটি মানুষকে টিকার প্রথম ডোজ ও প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এরই মধ্যে ৩০% মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments