× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



নৌকার মনোনয়ন না পেয়ে মেম্বার প্রার্থী হলেন যুবলীগ নেতা

বেশ কয়েক বছর ধরেই ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ব্যানার ফেস্টুন সাঁটিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে জানান দিচ্ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ইউসুফ আলী শেখ। আসন্ন ৫ম ধাপে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে সেই যুবলীগ সভাপতি প্রার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮ নং রাজবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে। নৌকার মনোনয়নে চেয়ারম্যান প্রার্থী হতে না পেরে অবশেষে মেম্বার প্রার্থী হলেন যুবলীগ নেতা এমন খবরে নির্বাচনী এলাকায় ভিন্ন আলোচনার জন্ম দিয়েছে। গতকাল বুধবার রাজাবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইউসুফ আলী শেখ। ইউসুফ আলী শেখ রাজাবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসীন্দা। তিনি রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী। দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়ে আসছিলেন তিনি। শেষ পর্যন্ত মেম্বার প্রার্থী হলেন তিনি। মনোনয়ন দাখিল দিতে আসা কর্মী সমর্থকরা জানান, ইউসুফ আলী শেখ বেশ কয়েক বছর ধরেই চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে ভোটারদের কাছে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার করতে থাকেন। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় ব্যানার ফেস্টুন সাঁটিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার চালান নিয়মিত । তিনি আশা করেছিলেন এবার নৌকার মনোনয়ন পাবেন । কিন্তু দল থেকে নৌকার প্রার্থী করা হয়েছে হাসিনা মমতাজকে। পরে তিনি সিদ্ধান্ত নেন মেম্বার প্রার্থী হবেন। ভোটার সমর্থকদের চাপে তিনি মেম্বার প্রার্থী হয়েছেন। এ বিষয়ে মেম্বার প্রার্থী ইউসুফ আলী শেখ বলেন, দলের একজন কর্মী হিসেবে নৌকা প্রতীক প্রত্যাশা করে ছিলাম। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নৌকা প্রতীক অন্যজনকে বরাদ্দ দেওয়া হয়েছে। তাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে জনগনের সেবা করার অন্য সুযোগ নিয়েছি। আওয়ামী লীগের একজন কর্মী হয়ে মাঠে ছিলাম, ভবিষ্যতেও মাঠে কাজ করবো। জনপ্রতিনিধি হয়ে জনসেবা করতে চাই। কিন্তু ৮নং ওয়ার্ডবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে আসছেন। তাই আসন্ন নির্বাচনে মেম্বার পদে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণ চাইলে, সুযোগ দিলে তাদের সেবা করবো। বড় পদ বা ছোট পদ দিয়ে জনসেবা মাপা যায় না। জনগনের সেবা করার মানসিক প্রত্যয় থাকতে হবে। তাই অন্য কোনো চিন্তা না করে মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছি। এখন জনগন তাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিবে। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments