ইউপি চেয়ারম্যানসহ জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬
চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আপন নিবাস আবাসিক এলাকা থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে ওসমান কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিজানুর রহমান, মনির, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম মজুমদার, জামাল হোসেন ও আখতার হোসেন। এদের মধ্যে মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, শনিবার রাত সোয়া ১১টার দিকে আপন নিবাস আবাসিক এলাকার ওসমান কলোনির জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইটি তাসের বান্ডিল ও নগদ ৫৩ হাজার ৫০০ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments