× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



জাপা প্রার্থীর পোস্টারে এরশাদ

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজারহাটে নির্বাচনি প্রচারণা জমে উঠলেও আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব চলছে। পোস্টার ছাপানো ও সাঁটানো থেকে শুরু করে প্রচারণায় কোনও পর্যায়েই মানা হচ্ছে না আচরণবিধি। এ নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনও প্রতিকার মিলছে না বলে জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আগামী ২৬ ডিসেম্বর জেলার রাজারহাটের সাতটি এবং নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়নসহ ২১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএম আবুল হোসেন নির্বাচনি পোস্টারে বর্তমান দলীয় প্রধান জিএম কাদেরের ছবির সঙ্গে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ছাপিয়েছেন। এসব পোস্টার সাঁটানোর ক্ষেত্রেও মানা হচ্ছে না কোনও বিধিবিধান। জাপা প্রার্থীর পোস্টারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শায়খুল ইসলাম নয়া দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে জানতে অভিযুক্ত জাপা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘হাতিয়া ইউনিয়নের জাপা প্রার্থীকে তার ব্যানার-পোস্টার সরিয়ে নিতে বলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই এলাকায় অভিযানে গেছেন।’ সাহেবের আলগা ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী লুৎফা বেগমের পোস্টারে তার স্বামীর ছবি ছাপানোর বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘এটাও আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি আমার জানা নেই। আমি এ নিয়ে প্রার্থীর সঙ্গে কথা বলবো।’ Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments