× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



সন্তান জন্মদানেই দম্পতিরা পাবেন ২৬ লাখ টাকার ঋণ!

চীনে সন্তান জন্ম দিলেই স্বামী-স্ত্রী পাবেন ২৬ লাখ টাকার বিশেষ ঋণ। দেশটির জিলিন প্রদেশে গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) গৃহীত হয়েছে এমনই একটি পরিকল্পনা। চীনে অনেক দম্পতি সন্তান জন্ম দিতে চান না। আর সন্তান জন্মদানে তাদের উৎসাহিত করতেই দেশটির প্রাদেশিক সরকার এ সিদ্ধান্ত নেয়। বিয়ে ও সন্তান জন্মদানের মাধ্যমে দেশের জনসংখ্যা বাড়ানোই এর উদ্দেশ্য। খবর লাইভমিন্টের। তবে কীভাবে এ ঋণ দেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি। যদিও এ প্রস্তাবে ঋণের জন্য সুদের হার উল্লেখ করা হয়েছে। কোনো দম্পতির সন্তানের সংখ্যার ওপর সুদের হার নির্ভর করবে বলেও জানানো হয়েছে। এর আগে, দম্পতিদের সন্তান জন্মদানে উদ্বুদ্ধ করতে বেতনসহ এক বছর মাতৃত্বকালীন ছুটি দেওয়ার পরিকল্পনা করেছিল চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশ কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ২০১৬ সালে দীর্ঘ সময়ের এক সন্তান নীতি থেকে সরে এসে দুই সন্তান নীতি গ্রহণ করে দেশটির সরকার। কিন্তু তারপরও জন্মহার কমে যাওয়ায় চলতি বছরের মে মাসে চীন সরকার বিবাহিত দম্পতিদের তিন সন্তান নেয়ার বিষয়টি অনুমোদন করে। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments