আপন তিন ভাইয়ের লড়াই
রংপুরের বদরগঞ্জের কালুপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন তিন ভাই। নির্বাচনী প্রচারে তিন ভাই একে অপরের চরিত্র হনন করে বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।
রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আপন তিন ভাই। মৃত তসির উদ্দিনের তিন ছেলের মধ্যে বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা একরামুল হক মোটরসাইকেল প্রতীকে, মেজ ছেলে আলহাজ মোতালেব হোসেন ঘোড়া প্রতীকে এবং অপরজন শহিদুল হক আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে তাদের প্রচার। ভাইয়ের বিরোধিতা করে ভাইয়ের বিপরীতে চলছে প্রচার ও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা উপজেলায়।
তিন ভাইয়ের অভিযোগ পাল্টা অভিযোগের কথা স্বীকার করে রংপুর জেলা নির্বাচন অফিসার মো. ফরহাদ হোসেন জানান, নির্বাচনের পরিবেশ ভালো রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী রোববার চতুর্থ ধাপে কালুপাড়া ইউনিয়ন পরিষদসহ বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন। এতে ১৪ হাজার ৯৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments