অঞ্জনা নিয়ে যা বললেন মনির খান
সুপ্রিয় শ্রোতা,
সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন।
আমি সবসময়ই আমার শ্রোতাদের চাহিদা ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল এবং আন্তরিক। আমি আমার গানের শ্রোতা ও দেশের সংগীত অনুরাগী মানুষকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বরাবরের মতো নতুন বছর উপলক্ষে ১ জানুয়ারি ২০২২ ইং, "অঞ্জনা" শিরোনামে নতুন একটি গান আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন এই "অঞ্জনা" গানটির কথায় বেশ বৈচিত্র্যময় শব্দের গাঁথুনি রয়েছে, যা গানটিকে খুব সুরেলা ও পাণবন্ত করেছে। আমার বিশ্বাস এবারের নতুন এই "অঞ্জনা" গানটিও সবার হৃদয় স্পর্শ করবে।
সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, ধন্যবাদ।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments