× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



প্রধানমন্ত্রীর নির্দেশে আসপিয়া পাচ্ছেন ঘর, পাচ্ছেন চাকরিও

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হিজলা উপজেলার বাসিন্দা আসপিয়া ইসলাম কাজল পাচ্ছেন ঘর, পাচ্ছেন চাকরিও। পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বরিশাল জেলায় শারীরিক, লিখিত ও মৌখিকসহ সাত ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হন আসপিয়া। তিনি মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করলেও পুলিশের প্রতিবদনে আসপিয়া ‘ভূমিহীন’ হওয়ায় তার চাকরি অনিশ্চিত হয়ে পড়ে। এ পরিস্থিতিতে প্রতিবাদ জানাতে গত বুধবার বরিশাল পুলিশ লাইন্সের গেটে দীর্ঘক্ষণ বসেছিলেন আসপিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। তবে এখন চাকরি পেতে আর কোনো বাধা নেই আসপিয়ার। আসপিয়া ইসলাম কাজল নিজ জেলা হিজলাতেই জমি ও ঘর পাচ্ছেন। তাও খুবই অল্প সময়ের মধ্যে। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া শুক্রবার সকালে ফোন দেন। তিনি আসপিয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে বলে জানান। আসপিয়া যাতে কনস্টেবল পদে চাকরি পেতে পারে সেজন্য সরকারি জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে আসপিয়ার জন্য জমির স্থান নির্ধারণ করতে হিজলার ইউএনওকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি দ্রুত আসপিয়ার জন্য ঘর নির্মাণ সম্ভব হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে ইতোমধ্যে বরিশাল জেলা প্রশাসক আসপিয়ার জন্য ঘর নির্মাণে হিAdvertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)
জলা উপজেলা প্রশাসনকে সরকারি জমি খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে।

No comments