সফল পাঁচ নারীকে সম্মাননা দিয়েছে ঈশ্বরদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর
বিভিন্ন ক্যাটাগরীতে সাফল্য অর্জন করায় পাঁচজন সফল নারীকে সম্মাননা দিয়েছে ঈশ্বরদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃর্ক আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এই সম্মাননা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা আতিয়া ফেরদৌস কাকলী, সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ। এসময় বক্তারা নারীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে নারীদের এগিয়ে আসার আহবান জানান। উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় সফল জননী নারী হিসেবে দিয়ার বাঘইলের মোছা: আসমা বেগম,সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য পাকশীর যুক্তিতলার মোছা: আছমা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সাহাপুরের মোছা সাবিনা
সলিমপুরের বক্তারপুরের মোছা সেলি খাতুন ও শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ভেলুপাড়ার মোছা শামীমা সুলতানাকে সম্মাননা দেওয়া হয়।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments