মুরাদ হাসান এখন কোথায়?
নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসান এখন কোথায় আছেন সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশে ফিরতে দুবাই থেকে প্লেনের টিকিট কেটেছেন বলে খবর ছড়ালেও এখনো ফিরে আসেননি মুরাদ। ফলে জনমনে প্রশ্ন উঠেছে, মুরাদ হাসান এখন কোথায় আছেন?
রোববার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবেন মুরাদ হাসান- এমন খবর আসে। তবে বিমানটি ঢাকায় অবতরণ করলেও তিনি এই ফ্লাইটে আসেননি।
এর আগে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডা. মুরাদ। এরপর সেখান থেকে দুবাইগামী একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হয়। পরবর্তীতে দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া যায়। তার দেশে ফেরার খবরে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি।
একটি সূত্র জানায়, ডা. মুরাদ হাসান ফ্লাইট পরিবর্তন করে অন্য কোনো ফ্লাইটে ঢাকায় আসতে পারেন। সেক্ষেত্রে রোববার বিকেলেও ফিরতে পারেন।
এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। ওইদিন দুপুর দেড়টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে জানানো হয়, তার সেদেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর মুরাদ হাসানকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments