× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীর দাশুড়িয়াতে গৃহবধূকে হত্যার নেপথ্য কাহিনী

ঈশ্বরদীর দাশুড়িয়াতে শারমিন শিলা (৩২) অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা করার হয় । গত মঙ্গলবার ২১ ডিসেম্বর ঈশ্বরদীর দাশুড়িয়ার মুনশীদপুর গ্রামে আলহাজ্জ্ব হাবিবুর রহমান হবি হাজির বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্বামী রানাউর রহমান গুরুত্বর আহত হয়েছে। হত্যাকারীকে আটক করে পুলিশ। ঘাতক মো: সুমন (৩২) মুলাডুলি ইউনিয়নের মৃত আজগর আলীর ছেলে। সুমন বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহত শিলার ছোট ভাই জুয়েল রানা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। হত্যাকান্ডের বিষয়টি পুরো স্পষ্ট হলেও বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার পুলিশ উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, সুমন পুলিশের কাছে দাবি করেছেন, তিনি একসময় রানার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ করার সময় রানার সাথে তাঁর বিরোধ হয়। রানা তাকে গালমন্দ করে বাড়ির কাজ থেকে বাদ দেন। এমনকি রানার পরিচিতজনের কাছে সুমনকে কাজে নিতে নিষেধ করেন। এতে তার কাজ বন্ধ হয়। এই অবস্থায় রানার প্রতি তার ক্ষোভ জন্মে। এ থেকেই সুমন রানাকে হত্যার পরিকল্পনা করে। সুমন মঙ্গলবার রানাকে খুন করতে রামদা নিয়ে রানার বাড়িতে যান। এসময় রানার স্ত্রী এগিয়ে এলে তাঁকে কুপিয়ে হত্যা করে সুমন। সুমনকেও তিনি কুপিয়ে হত্যার চেষ্টা করেন। কিন্তু ছাদ থেকে পড়ে যাওয়ায় হত্যা করতে পারে নি। তিনি আরও বলেন, এছাড়াও অন্যান্য বিষযে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments