× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



কাঁচা বাদাম’ গান এবার হিন্দিতে গাইলেন হিরো আলম

যা কিছু যেখানে ভাইরাল হয় সবকিছুর সঙ্গেই নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বগুড়ার ভাইরাল যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম। শত সমালোচনাতেও তিনি নিজের মতো করে নিজের কাজ করে যান। আলোচনার জন্ম দেন। এবার তিনি ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানে কণ্ঠ দিলেন। এ গানটা ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরে গেয়েছিলেন। এটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামে। কেউ অরিজিনাল গানটি গাওয়ার চেষ্টা করছেন, কেউ আবার নিজের মতো করে শব্দ জুড়ে দিচ্ছেন। এবার এ গানটি গানটি হিন্দিতে গাইলেন হিরো আলম। এ গান গাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে সবাই অনুরোধ করছে তাই আমি একটু বিনোদন দেওয়ার জন্য অন্যরকমভাবে হিন্দিতে ‘কাঁচা বাদাম’গানটা গেয়েছি। এখন মিউজিক ভিডিও’র কাজ করছি। আগামীকাল দুপুররে মধ্যে আশা করছি গানটি রিলিজ দিতে পারবো। হিরো আলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।’ সম্প্রতি হিরো আলম পরিচালক বাবুল রেজার ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমার শুটিং শেষ করেছেন। পরিচালক রাজু চৌধুরীর নতুন সিনেমা ‘নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমার শুটিং চলমান।

No comments