ঈশ্বরদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয় হত্যা
ঈশ্বরদীর দাশুড়িয়াতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিযে হত্যা করার ঘটনা ঘটেছে । মঙ্গলবার ২১ ডিসেম্বর ঈশ্বরদীর দাশুড়িয়ার মুনশীদপুর গ্রামে আলহাজ্জ্ব হাবিবুর রহমান হবি হাজির বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্বামী গুরুত্বর আহত হয়েছে। হত্যাকারীকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূ শারমিন শিলা (৩২) দাশুড়িয়া মুনসিদপুর এলাকার ব্যবসায়ী রানাউর রহমান রানার স্ত্রী ও ঈশ্বরদী পৌর এলাকার আকবরের মোড় মশুড়িয়াপাড়ার মৃত রহমত আলীর মেয়ে। নিহত শিলা ১ সন্তানের জননী। ঘাতক মো: সুমন (৩২) মুলাডুলি ইউনিয়নের মৃত আজগর আলীর ছেলে।
এলাকাবাসী- পুলিশ সূত্রে জানা যায়, ২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে মুনসিদপুরে রান্নাঘরে রান্না করছিল গৃহবধূ শিলা। বাড়িতে লোকজন না থাকায় সকলের অগচরে চারতলায় প্রবেশ করে ওই ঘাতক। ঘরে ঢুকে গৃহবধু শিলাকে রামদা দিয়ে এলোপাথাড়ি ভাবে কোঁপাতে থাকে । গৃহবধূ শিলা নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এসময় ঘাতক ছাদে গিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় বাড়ির নিচে ছিল গৃহবধূ শিলার স্বামী। পরে তিনি দৌড়ে দুইজনের ধ্বস্তাধস্তিতে ছাঁদ থেকে নিচে পড়ে যায় ওই ঘাতক। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই হত্যাকারীকে আটক করে।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, ওই দুষ্কৃতকারীকে পুলিশ আটক করেছে। বর্তমানে অসুস্থ থাকার কারণে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি সুস্থ হলে জিজ্ঞাসাবাদে খুনের কারণ জানা যাবে। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে নিহত গৃহবধূর লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ খুনের কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আটক দুষ্কৃতকারীকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments