মুজিববর্ষে নিউ এরা ফাউন্ডেশনের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন
যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালী ও বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন। পরে “সমৃদ্ধির পথে, আমরা একসাথে” এই প্রতিপাদ্যে নিউ এরা নার্সারিতে বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংস্থার পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি মুরাদ মালিথা। সভা পরিচালনা করেন সংস্থার উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরন। প্রধান অতিথির বক্তব্যে মুরাদ মালিথা বলেন, নিউ এরা বাংলাদেশের একটি অংশ। নিউ এরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরসূর্যসন্তানদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। এসময় আরও বক্তব্য রাখেন সংস্থার সহকারি পরিচালক (প্রোগ্রাম) মো: শমসের আলী ও চরমিরকামারী শাখার সহকারি শাখা ব্যবসথাপক মো: আ: কুদ্দুস। সভায় সংস্থার প্রধান হিসাব রক্ষক কামাল পারভেজ, মানবসম্পদ কর্মকর্তা খায়রুজ্জামান, সৃমৃদ্ধি সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলম, তথ্য কর্মকর্তা গোপাল অধিকারী, এমআইএস কর্মকর্তা আহমাদুল্লাহ মিলন, এলাকা ব্যবস্থাপক, বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক, এম আই এস কর্মকর্তা মো: রাসেলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও মুজিববর্ষে বিজয়ের সুবর্নজয়ন্তীতে সারাবাংলার ন্যায় ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানসহ নানা আয়োজনেও অংশগ্রহণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। বিকেল চারটাতে সংস্থার কর্মকর্তারা সরকারি এস এম স্কুল এন্ড কলেজ মাঠে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পরে স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পৌরমেয়র ইছাহাক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলীকে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস। এসময় নিউ এরা ফাউন্ডেশনের উপ-পরিচালক সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments