যেভাবে গ্রেফতার হলো হত্যা মামলার অন্যতম প্রধান আসামী
ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ শহিদুল ইসলাম @ শহিদুল্লাহ এবং মোঃ সিরাজ শেখ দুইটি অবৈধ অস্ত্র গুলিসহ গ্রেফতার।
পুলিশ সুপার পাবনা মহোদয়ের নির্দেশক্রমে পাবনা জেলাকে অবৈধ অস্ত্র এবং মাদক মুক্ত করার লক্ষ্যে অদ্য ইং ১৮/১২/২০২১ তারিখ রাত্রী-০১.৫০ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) এবং অতিরিক্ত পুলিশ সুপার পাবনা সদর সার্কেল এর নেতৃত্বে ডিবি পাবনা এবং সদর থানা পুলিশের যৌথ আভিযানে পাবনা সদর থানার মামলা নং-২৪ তারিখ-১২/১২/২০২১ইং ধারা-১৪৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় অন্যতম প্রধান আসামী ১। মোঃ রবিউল ইসলাম রবি (৪০), পিতা-মোঃ খবির শেখ, সাং-মহাদেবপুর পূর্বপাড়া ২। মোঃ শহিদুল ইসলাম@ শহিদুল্লাহ (৩০) পিতা-মোঃ নাদের বিশ্বাস সাং-কোলাদি বিজয় রামপুর এবং মামলার সন্দিগ্ধ আসামী ৩। মোঃ সিরাজ শেখ (৩৬) পিতা- মোঃ তাহেজ উদ্দিন সাং-মহাদেবপুর পূর্বপাড়া উভয় থানা-পাবনা সদর, জেলা-পাবনাদেরকে পাবনা সদর থানাধীন ভাঁড়ারা ইউপির অন্তর্গত কোলাদি চারা বটতলা নামক স্থান হতে আসামী ১। মোঃ রবিউল ইসলাম রবি, ২। মোঃ শহিদুল ইসলাম@ শহিদুল্লাহ এবং ৩। মোঃ সিরাজ শেখ দেরকে এক রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি সহ একটি ওয়ান শুটার গান সহ আটক করা হয়।
আসামীদের হেফাজত হইতে উদ্ধারকৃত আইটেমের বর্নণাঃ-
১। আসামী মোঃ রবিউল ইসলাম রবি এর হেফাজত হইতে (ক) একটি লোহার তৈরী সচল বিদেশী ৭.৬৫ পিস্তল, যাহা বাট সহ ব্যারেলের কোনা কোনি দৈর্ঘ্য ৭ ইঞ্চি, যাহার ব্যারেলের দের্ঘ্য ৫ ইঞ্চি, যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত সচল, যাহার ব্যারেলের গায়ে AUTO PISTOL MADE USA লেখা আছে উক্ত পিস্তলের বাটের উভয় পাশে ফাইবার প্লাস্টিক স্ক্রু দ্বারা সংযুক্ত। (খ) বর্নিত পিস্তলের এক রাউন্ড তাজা গুলি সহ একটি লোডেড ম্যাগাজিন।
২। আসামী মোঃ শহিদুল ইসলাম @ শহিদুল্লাহ এর হেফাজত হইতে (ক) একটি লোহার তৈরী লোডেড ওয়ান শুটার গান,যাহার বাট সহ ব্যারেলের কোনা কোনি দের্ঘ্য ১৩.২ ইঞ্চি, যাহার ব্যারেলের দৈর্ঘ্য ৮.৭ ইঞ্চি, যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত এবং সচল। বাটের উভয় পাশের্^ স্ক্রু দ্বারা কাঠ সংযুক্ত (খ) একটি সবুজ রংয়ের ১২ বোর একটি তাজা কার্তুজ। উক্ত কার্তুজের পিতলের অংশে 12 STERLING 12 ITALY লেখা আছে।
৩। আসামী মোঃ সিরাজ শেখ এর হেফাজত হইতে (ক) দুইটি টিয়া রংয়ের ১২ বোর তাজা দুইটি কার্তুজ। যাহার প্রত্যকটি কার্তুজের পিতলের অংশে 12 STERLING 12 ITALY লেখা আছে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনার বিষয়ে পাবনা সদর থানায় একটি অস্ত্র মামলা প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলা সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments