× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ব্যালট ছিনতাই,

হামলা চালিয়ে ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এ সময় নৌকা ও আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে জালালপুর ইউনিয়নের ৬৮ নম্বর উত্তর চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ ও ৭নং বুথে ভোট ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসীসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। এ সময় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান রুস্তম কেন্দ্র পরিদর্শন করতে গেলে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তার ওপর অতর্কিত হামলা চালায়। একই সময় ছিনিয়ে নেওয়া হয় কেন্দ্রের ব্যালট পেপার ও বাক্স। এ ঘটনা কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে বেষ্টনী ভেঙে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মাসুদুল হক জানান, নৌকার প্রার্থীর সমর্থকরা জোরপূর্বকভাবে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গেছে। পরবর্তী সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্বপালনকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments