× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ভোটের সকালে প্রার্থী মারা গেলেন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনির উদ্দিন তালুকদার মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার ভোরে মারা যান তিনি। সকাল আটটা থেকে এ ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যুর খবর পেয়েছি। আইন অনুযায়ী তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, যদি মনির উদ্দিন নির্বাচিত হয়েই যান, তবে সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই ওয়ার্ডে কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ার্ডটিতে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। জানা গেছে, মনির উদ্দিন তালুকদার ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব ছিলেন তিনি। ভোটের আগেই হঠাৎ তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল আটটা থেকে ভোটগ্রহণ চলছে। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments