পাবনা জেলা এসপিকে বিজয় উৎসর্গ করলেন বিজয়ী চেয়ারম্যান
গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হলো পাবনার সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের ফলাফলে জানা যায়, সদর উপজেলার নয়টি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন-দাপুনিয়া ইউনিয়নে ওমর ফারুক, সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে জাহাঙ্গীর আলম, , আতাইকুলা ইউনিয়ন পরিষদে শওকত হোসেন, মালিগাছা ইউনিয়নে সৈয়দ মুন্তাজ আলী, মালঞ্চি ইউনিয়নে কবির হোসেন ওরফে কটা বাবু, গয়েশপুর ইউনিয়নে মোতাহার হোসেন মুতাই, সাদুল্লাহপুর ইউনিয়নে আব্দুল আলীম মোল্লা, চরতারাপুর ইউনিয়নে সিদ্দিকুর রহমান খান সিদ্দিক, দোগাছি ইউনিয়নে আলী হাসান।
নির্বাচনে বিজয়ী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে জেলা পুলিশকে বিজয় উৎসর্গ করেন দাপুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে বিজয়ী ওমর ফারুক। তিনি লিখেছেন
পাবনার সাধারণ জণগণ, প্রার্থী, ভোটাররা সারাজীবন আপনাকে মনে রাখবে স্যার সুষ্ঠ ভোট উপহার দেবার জন্য। আমার বিজয় উৎসর্গ করলাম পাবনার মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম মহোদয় এবং দাপুনিয়া ইউনিয়নবাসিকে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments