প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি
অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে ডাকাত চক্রের মূল হোতাসহ ৯ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
সোমবার (২০ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ এর সদর দপ্তরে এক সম্মেলনে এ তথ্য জানান মেজর হাসান শাহরিয়ার।
আটকরা হলেন- মো. নাদিম (২২), মোছা. ফাতেমা বেগম (২১) ফয়সাল (২৮), রুবেল (২৮), বোরহান (৩১), আমীর হোসেন ও আরিফ (৩০)। তাদের সবাই ফতুল্ললার সস্তাপুর এলাকার বাসিন্দা। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ১৯ ডিসেম্বর রাতে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে নারী সহযোগীর সহায়তায় অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকের সর্বস্ব লুট, শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে বিশাল অংকের টাকা ডাকাতির অভিযোগ রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, এই চক্রের সদস্যরা বেনামে ফেসবুকে ফেক আইডি খুলে কখনও সুমি আবার কখনো সাদিয়া ইত্যাদি নাম ধারণ করে, যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলতেন। কৌশল হিসেবে কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোশ পরিহিত অশ্লীল ছবি ও ভিডিও দিয়ে আবার কখনো বা কল গার্ল সার্ভিস দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র ও খেলনা পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থসহ মোবাইল ফোন ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিতেন। ভুক্তভোগীর নিকট আত্মীয়কে ফোন করে তারা মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করতেন এবং পরবর্তীতে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে কৌশলে তাদের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তারা প্রত্যেকে এই ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিলেন।
এ সংক্রান্ত নগদ অর্থ, কল রেকর্ড, ১২ টি ফেক ফেসবুক আইডির স্ক্রিনশট, খেলনা পিস্তল এবং একটি মুখোশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের বিকাশ লেনদেনের তথ্যসহ সক্রিয় একাধিক অ্যাপসের সন্ধান মিলেছে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments