× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বাড়াল

তুরস্ক দেশটির চাকরিজীবীদের ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক সংবাদ সম্মেলনে বেতন বাড়ানোর এ ঘোষণা দেন। সর্বনিম্ন ৫০ শতাংশ বেতন বাড়ানোর মাধ্যমে চাকরিজীবীরা প্রতিমাসে ন্যূনতম চার হাজার ২৫০ লিরা পাবেন। ২০২১ সালে এটি ছিল দুই হাজার ৮২৬ লিরা। খবর ব্লুমবার্গ, ডেইলি সাবাহ ও রয়টার্সের। বেতন বাড়ানোর ঘোষণা দিয়ে এরদোগান বলেন, গত ৫০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ বৃদ্ধি। আমি বিশ্বাস করি দ্রব্যমূলের যে দাম বেড়েছে, চাকরিজীবীরা এখন থেকে সেটি মানিয়ে নিতে পারবেন। এ সময় তাদের রক্ষার জন্য আঙ্কারা কর্তৃপক্ষ দৃঢ়তা দেখিয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, এ বিষয়ে কিছু সমস্যা আছে। দ্রুত আমরা সেগুলো সমাধান করব। তুর্কী মুদ্রা লিরার মূল্যের ঐতিহাসিক পতনের পর দেশটির অর্থনীতি ক্রমশই অস্থিতিশীল হয়ে পড়ছে। চলতি বছর ডলারের বিপরীতে লিরার দাম কমেছে ৪৭ শতাংশ। এ কারণে বর্তমানে বিশ্বের খুবই দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে লিরা।

No comments