× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



শহিদুল ইসলাম রতন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত

পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকার প্রার্থী শহিদুল ইসলাম রতন ৫ হাজার ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র আশরাফ উজ্জামান জুয়েল (নারিকেল গাছ) পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী ইশারত আলী (জগ) পেয়েছেন ৫৫২ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম জানান, নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৬২৫। বাতিল ভোট ১৫। মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার মোট ভোটার ১২ হাজার ৯০৯ জন। উল্লেখ্য, বর্তমান মেয়র শহিদুল ইসলাম রতন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। গত নির্বাচনেও তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments