× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন খাঁর দাফন সম্পন্ন

স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন খাঁকে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বেলা ১ টার দিকে চরমিরকামারী কেন্দ্রিয় জামেমসজিদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন খাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, বীর মুক্তিযোদ্ধা সহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে চরমিরকামারী গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাতে বার্ধক্যজনিত কারণে মুক্তার হোসেন খাঁ ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন পাবনা-৪ আসনের সংসদ সদ্স্য বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ও সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments