২১ বছর পর পৌরসভায় ভোটগ্রহণ
দীর্ঘ ২১ বছর পর যশোরের ঝিকরগাছা পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে খুশি স্থানীয় ভোটাররা।
সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সম্মিলনী স্কুল কেন্দ্রে পুরুষ ও নারী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই দুই কেন্দ্রে যথাক্রমে পুরুষ ১৬৪৮ ও নারী ভোটার রয়েছেন ১৭৮৯ জন।
প্রথম ঘণ্টায় পুরুষ ১৮০ ও নারী ১১৯ জন তাদের ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার সাইফুজ্জামান ও আরিফুল ইসলাম।
প্রসঙ্গত, ঝিকরগাছা পৌরসভায় সর্বশেষ ২০০১ সালের ২ এপ্রিল ভোটগ্রহণ হয়। এই পৌরসভায় মোট ২৫ হাজার ৯৯৪ জন ভোটার রয়েছেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মোস্তফা আনোয়ার পাশা জামাল, বিএনপির ইমরান হাসান সামাদ নিপুণসহ ৬ জন, কাউন্সিলর পদে ৬৬ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments