× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে মাদকসহ যুবক আটক

ঈশ্বরদীতে মাদকসহ একজন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মোঃ সুরুজ মন্ডল (২৮) পাবনা সদর থানার ভবানীপুরের মোঃ জামাল মন্ডলের ছেলে। শনিবার ১৫ জানুয়ারি সন্ধ্যার পর রুপপুর পুলিশ ফাঁড়ির আইসি এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে এএসআই আনোয়ার, এএসআই ইয়াকুব এবং অন্যান্য ফোর্সের সহায়তায় গঠিত টিম কতৃক অভিযানে রুপপুর স্বর্ণকলি বিদ্যানিকেতনের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭২ (বাহাত্তর) পিচ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়। রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। উল্লেখ্য, সুরুজের বিরুদ্ধে এর আগেও দুইটি মাদক মামলা রয়েছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments