× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে সিন্টু সম্পাদক নির্বাচিত

পাবনা চাটমোহর ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন বালিকা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শেখ জিয়ারুল হক সিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোকলেছুর রহমান বিদ্যুৎ ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে সাবেক সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন ২৯১ ভোট, হাসান মাহমুদ মামুন ১১০ ভোট ও মো. শহীদুল্লাহ মাস্টার পেয়েছেন ৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ জিয়ারুল হক সিন্টু ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক সম্পাদক আব্দুল মুতালিব পেয়েছেন ৩২৭ ভোট। সহ-সভাপতি পদে আলহাজ¦ মো. মোজাম্মেল হক ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে বিশ^জিৎ জোয়াদ্দার মিঠুন ২৬০ ভোট, ইউনুস আলী ১৩০ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে এনামুল হক ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহাবুল আলম শাপলা পেয়েছেন ৩৩১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রহমান নান্টু ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বকুল হোসেন পেয়েছেন ২৩৮ ভোট। দপ্তর সম্পাদক পদে নুর মহাম্মদ রান্টু ৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফিরোজুর রহমান ফটিক পেয়েছেন ২৭৮ ভোট। প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল হাই পেয়েছেন ২৫০ ভোট। বাণিজ্যিক সম্পাদক পদে নুরুল ইসলাম ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বেলাল হোসেন পেয়েছেন ৩৩৮ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল ইসলাম ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী তাইজুল খাঁ পেয়েছেন ৩৯৭ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে সুদাম দত্ত, কার্যনির্বাহী সদস্য পদে সাইফুল ইসলাম ও আশরাফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ¦ মো. আমীর হোসেন। সহকারী ছিলেন ডা. মো. ইয়াহিয়া মানিক ও রবিউল করিম রবি। চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রিসাইডিং অফিসার আনিসুর রহমান ভোট গণনা শেষে শুক্রবার রাত পৌনে ১১টায় এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে। href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsBuw8eqXXMuDHa5YGCr8Glqmqt7qtTDcMqjFNpmDyrtGzY8znfr-WhXl5VsL6bVpdGgC6XO3fCz7Q7G3dVmZqLM32rMS0J4WyXIjncw2qsjgG0xwl7o4mIdkvK1trTIr_-M8gE-CcAcTC/s1280/ad.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; ">
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments