× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে এক বছরে মাদক আইনে আটক ২৭৫

ঈশ্বরদীতে বিগত এক বছরে ১১ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা ‘খ’ (ঈশ্বরদী) সার্কেল। মাদক আইনে ২৭৫ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ অঞ্চলের পরিদর্শক এই তথ্য জানিয়েছেন। ছানোয়ার হোসেন জানান, সমস্যা থাকা স্বত্তেও জীবনের ঝুঁকি নিয়ে তার অফিসের লোকজন সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত ২০২১ সালে ঈশ্বরদীতে মাদকবিরোধী ৭১২টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ২৬০টি মামলার বিপরীতে ২৭৫ জন ব্যক্তিতে মাদক মামলায় গ্রেফতার হয়। আটককৃতদের নিকট হতে নগদ ৩ লাখ ২ হাজার ৭৫০ টাকা এবং ৩টি মটরসাইকেল উদ্ধার করে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে। এসময় প্রায় ১১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মাদক নিয়ন্ত্রণের কাজ করলেও তাদের নেই কোন ঝুঁকি ভাতা। এ বিষয়ে তিনি সরকারের উর্দ্ধতন মহলের সদয় দৃষ্টি আশা করেন। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments