পাবনায় বাড়িতে গাজা চাষ, গাছসহ আটক
পাবনায় ২২ জানুয়ারী শনিবার হেমায়েত পুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সোলায়মান পাবনা সঙ্গীয় এএসআই রঞ্জন চক্রবর্তী এএসআই মোশারফ ও সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ভগিরাতপুর গ্রামের নিজ জমিতে রোপণ কৃত দুটি গাঁজার গাছ উদ্ধার করে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইদ্রিস প্রামাণিকের ছেলে আবুল প্রামানিক স্বীকার করে সে উক্ত গাঁজা গাছ দুটি নিজে রোপন করিয়া চাষ করেছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments