মারা গেছেন তসলিমা নাসরিন!
বাংলাদেশ থেকে নির্বাসিত আলোচিত লেখিকা তসলিমা নাসরিনকে মৃত দেখাচ্ছে ফেসবুক। লেখিকার ভেরিফাইড আইডিতে ইংরেজিতে রিমেম্বারিং ‘তসলিমা নাসরিন’ লেখা যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল ৫ টা ৪০ মিনিটে তার ফেসবুক আইডিতে ঢুকে এমনটি দেখা যায়। নারীবাদি এই লেখিকার আইডিতে ৭ লাখ ৬৫ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।
সাধারণত কোনো ফেসবুক ব্যবহারকারী মারা যাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে সেই অ্যাকাউন্ট সাধারণত রিমেম্বারিং করে রাখে ফেসবুক।
তবে সংবাদ মাধ্যমে জানা গেছে, নিজের মৃত্যুর খবর যেন চারদিকে ছড়িয়ে দেওয়া হয়, সেই তথ্য জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সেই পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই এখন তাকে মৃত দেখাচ্ছে যোগাযোগ মাধ্যমটি।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments