বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় কলেজ ছাত্র নিহত
পাবনায় বৈদ্যুতিক পোলের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় মেহেদী হাসান রনি (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে শহরের হাসপাতাল রোডস্থ জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি পাবনা সদরের মালঞ্চি ইউনিয়নের সিংগা পালপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ও পাবনা কলেজের ছাত্র। এ বছর এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। আহতের নাম সাদির হোসেন (২০) চাটমোহর উপজেলার সোহাসপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। দুজনই পাবনা জেলা স্কুলের প্রাক্তন ছাত্র ছিল। বর্তমানে পাবনা কলেজে পড়াশুনা করছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে দুই বন্ধু শহর থেকে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে হাসপাতাল রোড হয়ে সিংগা এলাকার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হাড়িয়ে জালাল মেমোরিয়াল হাসপতালের সামনে একটি বৈদ্যুতিক পোলের সঙ্গে স্বজোরে ধাক্কা খেয়ে দুজনই ছিটকে পড়ে । তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। তারা জানান, ঘটনাস্থলেই সে মারা গেছে।
নিহতের ফুফাতো ভাই আব্দুল মান্নান বলেন, রনি ছোট বেলা থেকেই মেধাবী ছাত্র ছিল। পড়াশুনার প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রওশন ইয়াজদানী বলেন, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় নিয়ন্ত্রণ হাড়িয়ে একটি বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনার শিকার হোন তারা। ঘটনার পরে দুজনকে হাসপাতালে নিলে একজন মারা যায়। এ ঘটনায় তার বন্ধু গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। দুজনই কলেজপড়ুয়া ছাত্র ছিলো বলে পুলিশ জানায়।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments