পিকনিক স্পটে ইউএনও'র অভিযান ও মামলা
আজ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার লাউচাপড়া পিকনিক স্পট, ধানুয়াকামালপুর হাইওয়ে সহ বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্যবিধি প্রতিপালনে এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার, বকশীগঞ্জ, জামালপুর কর্তৃক ৮ টি মামলায় ১৩,০০০/- টাকা অর্থদণ্ড এবং সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ৭টি মামলায় ২,৯০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ হতে এসময় বিনামূল্যে মাস্ক-ও বিতরণ করা হয়। মোবাইল কোর্টকে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ।
বকশীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে করোনার বিস্তার রোধে ভ্যাকসিন গ্রহণসহ বাহিরে বের হলে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে বলা হলো।
স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা প্রশাসন, বকশীগঞ্জ, জামালপুরের এ কার্যক্রম অব্যাহত থাকবে
No comments