× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত

গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কালিকাপুরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়। এর দুই দিন পরেই নসিমন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের কালিকাপুরে এ ঘটনা ঘটে। নিহতদের একজন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের মোতালেব প্রামাণিকের ছেলে বাবলু প্রামাণিক (২৫)। অপরজন সিএনজি’র চালক পরাগ। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, পাবনা শহর থেকে সিএনজিযোগে ফিরছিলেন চালকসহ ৬ জন। ঘন কুয়াশার কারণে দিকশাইল মোড়ে নসিমনটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। গুরুতর আহতাবস্থায় ৪ জনকে ঈশ্বরদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, ঘটনার পরে ৪ জনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসে। দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আরো খবর ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল বাশার জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে একজনের নাম-পরিচয় জানা গেছে। অপর নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। তবে নসিমন ও সিএনজি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। মহাসড়কে অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments