× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে ভোজ্যতেলের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

ঈশ্বরদীতে অবৈধ ও লাইসেন্সবিহীন ভোজ্যতেলের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) দুপুরে শহরের গোকুলনগর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট পি এম ইমরুল কায়েস এই অভিযান পরিচালনা করেন। এসময় এক লাখ টাকা জরিমানা ও কারখানা সীলগালা করা হয়েছে। ইউএনও পি এম ইমরুল কায়েস জানান, ভেড়ামারার ইসলামপুর এলাকার জনৈক মাহমুদুল হক বাড়ি ভাড়া নিয়ে সরকারি আদেশ অমান্য করে ‘ডলফিন’ ব্র্যান্ড নামে সোয়াবিন ও সরিষার তেল বোতলজাত ও বাজারজাত করছিলেন। তাদের কোন বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০৯ সালের ভেজাল বিরোধী আইনের ৪২,৪৩ ও ৫০ ধারা অনুযায়ী এই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। পরে ওই কারখানা সীলগালা করেছেন বলে জানা গেছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments