ঈশ্বরদীতে শীতার্তের মাঝে দুই হাজার কম্বল বিতরণ
শীতার্তের জন্য ভালোবাসা’ স্লোগানে মঙ্গলবার ঈশ্বরদীতে প্রায় দুই হাজার দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে কম্বল। ঢাকার গুলশান অল কমিউনিটি ক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখা যৌথভাবে এ আয়োজন করে। ঈশ্বরদী প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে এসে বৃদ্ধ আজিজল হক বলেন, ‘বাবারে, এই জারের মইদ্যে তোমাদের এই কম্বলখানা পাইয়া শান্তি পাইলাম। এবার আর আমারে জার কাবু করতে পারব না।’ প্রায় একই প্রতিক্রিয়া জানান সাঁড়াগোপালপুর গ্রামের হতদরিদ্র একরাম হোসেন।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে গতকাল বিকেলে ঈশ্বরদী প্রেস ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস। সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আর কে বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকার গুলশান অল কমিউনিটি ক্লাবের অন্যতম পরিচালক বিশিষ্ট শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জু, ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, অল কমিউনিটি ক্লাবের সদস্য সাহাবুদ্দিন সাবু, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার ও ঈশ্বরদীর পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম শহিদ। এ সময় সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলাম, সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সিনিয়র সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, স্বর্ণকলি বিদ্যাসদনের পরিচালক মনিরুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments