× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



প্রবীর কুমার সাহা আর নেই

বিশিষ্ঠ সমাজসেবক,ব্যবসায়ী, পাবনা জেলা হিন্দু- বৌদ্ধ -খ্রীস্টান ঐক্য পরিষদের সাবেক সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি, মারমী কালীবাড়ি মন্দিরের সহ-সভপতি, পাবনা শ্রীশ্রীজয়কালী মন্দির কমিটির সহ-সভপতি,শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর, পাবনার উপদেষ্ঠা পরিষদের সদস্য প্রবীর কুমার সাহা শনিবার গভীর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্দ হয়ে পরোলোকে গমন করেছেন । তার মৃত্যুতে শোক জানিয়েছে পাবনা জেলা ও জেলার সকল উপজেলার হিন্দু- বৌদ্ধ -খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments