যেভাবে দুই রুশ নাগরিকের মৃত্যু হয়
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে বারচেনকো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বারচেনকো আলেক্সেই (৩৪) ও বুধবার শাকিরভ রূপপুর প্রকল্পের গ্রিনসিটি আবাসিক ভবনের নিজ শয়ন কক্ষে শাকিরভ মাকসিম (৩৯) মারা যান।
পুলিশ জানায়, শাকিরভ মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের টেস্ট রোসেম নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে গ্রিন সিটির একটি কক্ষে থাকতেন। বুধবার সাকালের দিকে তার ফ্লাটের কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তার এক সহকর্মী। পরে গ্রিন সিটি, রূপপুর প্রকল্পসহ সংশ্লিষ্ট খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
অন্যদিকে শুক্রবার রাতে ভিডিএমউ নামে এক সাব ঠিকাধারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বারচেনকো গ্রিন সিটি থেকে কাজে যোগ দেওয়ার জন্য বের হয়। রূপপুর বিদ্যুৎ প্রকল্পে মাইক্রো বাসে করে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাশিয়ান চিকিৎসকের বরাত দিয়ে জানান, হৃদ জনিত রোগে দুই বিদেশির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এরমধ্যে গতকাল শনিবার সকালে বারচেনকোর মৃত দেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং শাকিরভ ময়না তদন্ত শেষে লাশ দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments