× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



অভিমানে বাড়ি ছেড়ে ধর্ষনের শিকার কিশোরী

নাটোরে ৮ নরপশু মিলে এক কিশোরীকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ৫ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে নাটোরের ছাতনী ইউনিয়নের ছাতনী এলাকায় এ ঘটনা ঘটে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ জানান, গতকাল বৃহস্পতিবার পরিবারের উপর অভিমান করে খালার বাড়ির উদ্দেশ্যে বের হয় ভুক্তভোগী। সন্ধ্যে সোয়া সাতটার দিকে সেখানে পৌঁছালে মাঝদিঘা গ্রামের মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম(২২) ব্যক্তির সাথে পরিচয় হয়। শহিদুল ইসলাম মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার খালার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে। পরে ভাটপাড়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা করেন। পথিমধ্যেই ওই এলাকার কয়েকজন মিলে কিশোরীকে লেবু বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান পরিচালনা করে গনধর্ষণকারীদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ধর্ষণকারীদের মধ্যে এখনও তিনজন পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতনি দিয়ার এলাকার এরশাদ আলীর ছেলে শরিফুল ইসলাম(২২), আবির মন্ডলেরর ছেলে লিটন (২৩) মিনু শেখের ছেলে নয়ন শেখ (২৫), দিলদারের ছেলে রাজু (২৫), মোকসেদ আলীর ছেলে কাজল (২৫) এবং আসতুল (৩৮)।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments