ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা, গ্রেফতার ৪
র্যাব-৫ কর্তৃক নাটোর জেলার লালপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ “ইমো” হ্যাকিং চক্রের ০৪ জন প্রতারক গ্রেফতার।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গত ১৯ জানুয়ারি সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত নাটোর জেলার লালপুর থানাধীন রামকৃষ্ণপুর গ্রামস্থ ভেল্লাবাড়িয়া মাজারের সামনে অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় মোবাইল সেট-০৭ টি, সিমকার্ড-১২টি সহ গ্রেফতারকৃত আসামী মোঃ তম্ময় আলী (২১), পিতা- মোঃ শফিকুল ইসলাম , সাং-ভেল্লাবাড়িয়া রামকৃষ্ণপুর, মোঃ সোহেল আলী(২২) পিতা মোঃ আশরাফ প্রামানিক, সাং-মহারাজপুর, মোঃ রুহুল আমিন (২০), পিতা- মোঃ আফাজ আলী এবং শ্রী সৌরভ কুমার সরকার(২১), পিতা- শ্রী সন্তোষ সরকার, উভয় সাং- জোতগড়ি এবং সর্ব থানা-লালপুর, জেলা-নাটোরগণকে আটক করতে সক্ষম হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments