× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



সাঁড়াগোপালপুরে একুশের আলোর উদ্যোগে শীতবস্ত্র প্রদান

ঈশ্বরদীর সাঁড়াগোপালপুরে মানবকল্যাণ সংস্থা ‘একুশের আলো’র উদ্যোগে এলাকার প্রায় ১২০টি শীতার্ত পরিবারে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে এ উপল্েয সাঁড়াগোপালপুর স্কুল মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার। একুশের আলো’র সভাপতি আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একুশের আলো’র সাধারণ সম্পাদক ফিরোজ হাসান রাজিব। সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সিনিয়র সহসভাপতি ক্রীড়া সংগঠক খন্দকার তৌফিক আলম সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments