× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



নতুন বই আনতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী,

বগুড়ার শিবগঞ্জে স্কুলে নতুন বই আনতে গিয়ে তিন ছাত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা উপজেলার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে। গত শনিবার (১ ডিসেম্বর) উপজেলার মোকামতলা বন্দর থেকে ওই ছাত্রীরা নিখোঁজ হয়। এ ঘটনায় অপহরণের অভিযোগ এনে অভিভাবকেরা তিন যুবকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। আজ সোমবার বিকেল পর্যন্ত তাদের সন্ধান পায়নি পুলিশ। অভিযুক্ত যুবকেরা হলেন, উপজেলার মুরাদপুর গ্রামের সাকিল আহম্মেদ (২২), শংকরপুর গ্রামের রবিন শেখ (২৩) ও অভিরামপুর এলাকার জাবির ইসলাম (২২)। স্থানীয়রা জানান, গত শনিবার নতুন শিক্ষাবর্ষের বই আনতে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তিন শিক্ষার্থী। এরপর থেকে তিনজনই নিখোঁজ। এক অভিভাবক জানান, এলাকার বখাটে যুবকেরা মেয়েদের অপহরণ করে নিয়ে গেছে। মেয়েদের উদ্ধার চেয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ বিকেলে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘তিন ছাত্রীকে অপহরণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে একজনের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’ Advertisement (madimart)
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments